DJ Billal photo

DJ Billal photo
DJ Billal photo

বুধবার, ৪ জুন, ২০১৪

FIFA WARLD CUF2014

ফিফা ওয়ার্ল্ড কাপ স্পেশাল
পোস্টঃ
আজকে ২০১৪ বিশ্বকাপ সম্পর্কে কিছু
বলি।
এবারের ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত
হতে যাচ্ছে ফুটবলের দেশ ব্রাজিলে।
৬৪ বছর পর ব্রাজিল এই সুযোগ অর্জন
করেছে।এর আগে ১৯৫০ সালে প্রথম এই
ওয়ার্ল্ড কাপ আয়োজন করে ব্রাজিল।
সেই আসরে চ্যাম্পিয়ন হয় উরুগুয়ে।যাই
হোক সেই আসরের কথা পরেই
বিস্তারিত পাবেন।




ওয়ার্ল্ড কাপ শুরু হবে ১২ জুন চলবে ১৩
জুলাই পর্যন্ত।ফাইনাল
হবে ঐতিহ্যবাহী মারাকানা স্টেডিয়ামে।
এই বিশ্বকাপের মাসকট
হিসেবে বেছে নেওয়া হয়েছে ব্রাজিলীয়
তাতু-বলা,
একটি আরমাডিলো যা শিকারিদের
থেকে বাঁচতে বলের মত
করে গুটিয়ে যায়।পরে এই মাস্কটের
নাম দেওয়া হয় "ফুলেকো" ।
এইপ্রতিযোগিতার অফিসিয়াল
লোগোটি ডিজাইন করে ব্রাজিলীয়
সংস্থা আফ্রিকা।
লোগোটি "ইন্সপিরেশন"
শিরোনামে উন্মুক্ত করা হয়।১৯৬২
বিশ্বকাপ থেকে এখন পর্যন্ত
প্রতিটি বিশ্বকাপে অফিসিয়াল
সঙ্গীত তৈরি করা হয়েছে। ২০১৪
সালের ২৪ জানুয়ারী,
ফিফা এবং সনি মিউজিক
ঘোষণা করে যে প্রতিযোগিতার
অফিসিয়াল সঙ্গীত হতে যাচ্ছে "উই
আর ওয়ান (ওলে ওলা)", যাতে কন্ঠ
দিয়েছেন পিটবুল, জেনিফার
লোপেজ এবং ক্লাউদা লেইত্তি।
বিশ্বকাপ এর অফিসিয়াল বল
হিসেবে ঘোষনা করা হইছে "ব্রাজুকা"
কে।ওয়ার্ল্ড কাপে মোট ১২
টি স্টেডিয়াম ব্যবহার করা হবে যার
মধ্যে সবচেয়ে বেশী দর্শক ধারণ
ক্ষমতার স্টেডিয়াম
হচ্ছে মারাকানা স্টেডিয়াম
যেটি রিও ডি জেনেরিও
তে অবস্থিত যাতে ৭৬৯৩৫ জন লোক
একসাথে বসে খেলা দেখতে পারবে।
এই প্রথম বারের মত বিশ্বকাপ এ গোল
লাইন
প্রযুক্তি এবং ভ্যানিশিং স্প্রে ব্যবহার
করা হবে।
বিশ্বকাপ এ মোট ৩২ টি দেশ ৬৪
টি ম্যাচ খেলবে যার
মধ্যে থেকে বের হয়ে আসবে ওয়ার্ল্ড
চ্যাম্পিয়ন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন